Deucha Pachami

Deucha Pachami Coal Block:কয়লা খনির প্রতিবাদ করে ডেউচা-পাঁচামিতে মিছিল ভূমি রক্ষা কমিটির, উঠছে শিল্পের দাবিও

আদিবাসী জনজাতি ভুমি রক্ষা কমিটির তরফে দেওয়ানগঞ্জ, মথুরাপাহাড়ি, চাঁদা, তালবাঁধ-সহ কয়েকটি গ্রামে বাইক মিছিল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৭:৫২
Share:

বাইক মিছিল। নিজস্ব চিত্র

প্রস্তাবিত কয়লা খনির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বাইক নিয়ে মিছিল করল ডেউচা-পাঁচামি আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটি। ওই এলাকার কয়েকটি গ্রামে প্রচারপুস্তিকাও বিলি করেন সংগঠনের সদস্যরা। যদিও এলাকায় শিল্পের দাবি জানিয়েছেন অনেকেই।
বৃহস্পতিবার ডেউচা-পাঁচামি আদিবাসী জনজাতি ভূমি রক্ষা কমিটির তরফে দেওয়ানগঞ্জ, মথুরাপাহাড়ি, চাঁদা, তালবাঁধ-সহ কয়েকটি গ্রামে বাইক মিছিল করা হয়। ধামসা বাজিয়ে বাইক মিছিলের পাশাপাশি প্রচারপুস্তিকাও বিলি করা হয়। প্রসঙ্গত কিছু দিন আগে ডেউচার সোঁতশাল-সহ কয়েকটি গ্রামে বাইক মিছিল করেছিল তৃণমুল। তার পাল্টা মিছিল দেখা গেল বৃহস্পতিবার।

Advertisement

সংগঠনের সদস্য সুনীল মুর্মু বলেন, ‘‘আমরা কয়লা শিল্প চাই না। দয়া নয়, আমরা অধিকার চাই। কয়লা খনি নয়, আমাদের সংস্কৃতি জঙ্গল জনজীবনের উন্নতি চাই। এ নিয়ে আমরা প্রচারপত্র ছাপিয়েছি। সেই প্রচারপত্র আমরা গ্রামে গ্রামে বিলি করছি।’’

অবশ্য কয়লা খনির পক্ষেও দাবি উঠেছে। জয়দেব ঘোষ নামে চাঁদার এক বাসিন্দা বলেন, ‘‘ওরা ওদের লড়াই করছে। ওদের জীবিকার জন্য লড়ছে। তবে আমরা শিল্প চাই। ঘরে বেকার ছেলে আছে। সরকার যা সিদ্ধান্ত নেবে আমাদের তাতে মত আছে।’’ একই কথা বলছেন ওই গ্রামের বাসিন্দা রাজ্যধর ঘোষও। তাঁর কথায়, ‘‘ওরা বাইকে করে গ্রামে গ্রামে মিছিল করছে। ওরা কয়না শিল্পের প্রতিবাদ করছে। প্রচারপুস্তিকাও দিয়েছে। তবে আমরা শিল্প চাই।’’

Advertisement

তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, ‘‘বাইক মিছিল হতেই পারে। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু একটা গোষ্ঠী তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মিছিল করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্যাকেজ তাতে সকলে খুশি। সকলে প্যাকেজের পক্ষে। কিন্তু আজকের এই মিছিল মানুষের মনে কোনও প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। ঝাড়খণ্ড থেকে কিছু লোক এনে বিজেপি মিছিল করছে। এতে কোনও লাভ হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement