রামপুরহাটের কর্মিসভায় আশিস বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে জয়ের ‘টোটকা’ দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দিলেন রাজনৈতিক ‘সততা’ এবং ‘স্বচ্ছতা’ রক্ষা করার উপদেশও। আশিসের মন্তব্যকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি।
রবিবার রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠগড়া গ্রামের কর্মিসভায় যোগ দেন আশিস। সেখানে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘পঞ্চায়েতেও আপনাদের জয়ী হতে হবে। তবে যাকে হোক দাঁড় করালাম বা পছন্দের লোককে দাঁড় করালে হবে না।’’ এই সূত্রে আশিস বলেন, ‘‘আমি ক’দিন বাঁচব জানি না। কিন্তু জোড় হাত করে বলছি, এটা করবেন না। একটা জিনিস জানবেন, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে দলটা করতে হবে।’’
কর্মীদের উদ্দেশে আশিসের আরও বার্তা, ‘‘আমি বহু সভাতে বলি, কাউকে সৎ হতে পরামর্শ দিতে পারব না। আমি বলতে পারব না যে, আপনি পুরসভার টাকাটা মারবেন না। আপনি পঞ্চায়েতের টাকাটা মারবেন না। আপনি মেম্বার, আপনি এই কাজটা করবেন না। আপনি কারও কাছে কাটমানি খাবেন না। এটা হচ্ছে আমার উপদেশ। কিন্তু এটা কার্যকরী নয়। কিন্তু একটা কাজ তো পারবেন যে, আমি এক কাপ চা পর্যন্ত খাব না কোনও কাজের বিনিময়ে। একটা অন্যায় করব না। একটা অন্যায় কথা বলব না কাউকে ফাঁসানোর জন্য। কাউকে টার্গেট করে এগিয়ে যাব না। এটা তো বলতে পারবেন? রাজনীতিতে এই সততা থাকবে না? আপনি বড় বড় ভাষণ দেবেন?’’
আশিসের এ হেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘আসলে তৃণমূল চোরের দল। তাই মাঝে মাঝে ওদের মুখ ফস্কে এ সব বেরিয়ে যায়।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।