চাকরির দাবীতে মিছিল। সিউড়িতে।—নিজস্ব চিত্র।
ভাতা নয়, চাকরি চাই। এই দাবিতে বুধবার সিউড়িতে প্রথমে বিক্ষোভ এবং পরে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন যুবশ্রী সমিতির সদস্যেরা।
সিউড়ি পুলিশ লাইন মাঠের কাছ থেকে মিছিল করে জেলাশাসকের দফতর পর্যন্ত শ’খানেক যুবশ্রী বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, রাজ্য সরকারি শূন্যপদে যুবশ্রীদের নাম নথিভুক্ত হওয়া অনুসারে অবিলম্বে নিয়োগ করতে হবে। রাজ্যে সহকারী নিয়োগের ক্ষেত্রে যুবশ্রী থেকে আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বাজারমূল্য অনুযায়ী উৎসাহ ভাতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। এমন একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সংগঠনের জেলা সভাপতি, মহম্মদ হিফতাউদিন শেখ বলেন, ‘‘আমরা চাই মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রাখুন। দ্রুত আমাদের কাজের ব্যবস্থা করা হোক।’’
আরও পড়ুন: ‘দলের সভায় না যাওয়ায় ঘর দেওয়া হয়নি’, ক্ষোভ
এর পর এই সব দাবি নিয়ে তাঁরা জেলাশাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুন: শতবর্ষ উদ্যাপন ও পৌষ উৎসবে বিশ্বভারতীর আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে