রঘুনাথপুরে ধৃত সিপিএম নেতা

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর: সাড়ে চার বছরের শিশুকন্যার উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০১:৫৬
Share:

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

Advertisement

নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর: সাড়ে চার বছরের শিশুকন্যার উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রঘুনাথপুর শহরের ঘটনা। ওই রাতে শহরের বাজার থেকে অভিযুক্ত অসীম দাসকে গ্রেফতার করা হয়। পকসো ধারায় মামলা রুজু করে শুক্রবার অভিযুক্তকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। আরও কিছু ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার তাকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠনো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটি অসীম দাসের দুঃসম্পর্কের নাতনি। দুই পরিবারই শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির সামনে খেলছিল। সেই সময়ে পাশের একটি গ্যারাজে নিয়ে গিয়ে অসীম দাস তার উপরে নির্যাতন চালান বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। মেয়ের গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে দেখে তার সঙ্গে কথা বলে মা বিষয়টি জানতে পারেন। স্বামী বাড়ি এলে সমস্ত কথা তাঁকে জানান।

Advertisement

শিশুটির পরিবারের দাবি, সবাই মিলে প্রথমে অসীম দাসের বাড়িতে যান। কিন্তু সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভঙ্কর করকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। শুভঙ্করবাবু বলেন, ‘‘এক বৃদ্ধ তাঁর নাতনির উপরে এই ধরনের নির্যাতন করতে পারেন, কল্পনাই করতে পারছি না। শিউরে ওঠার মতো ঘটনা।’’ এ দিকে রঘুনাথপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পরীক্ষায় শিশুটির উপরে নির্যাতনের প্রমাণ মিলেছে।

অসীম দাস রঘুনাথপুর শহরে সিপিএমের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। বছর সাতেক আগে রঘুনাথপুর ১ ব্লকের রক্ষতপুর গ্রামের হাইস্কুলে করণিকের পদ থেকে অবসর নেন। দলের গত লোকাল সম্মেলন পর্যন্ত অসীম দাস শহর লোকাল কমিটির সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি সিপিএমের রঘুনাথপুর লোকাল কমিটির সদস্য। দলের বর্ষীয়াণ নেতার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে সিপিএম। দলের রঘুনাথপুর শহর লোকাল কমিটির সম্পাদক লোকনাথ হালদার বলেন, ‘‘অভিযুক্তের পাশে দল কখনওই থাকবে না। ঘটনাটি শোনার পরেই দলগত ভাবে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে অসীমবাবুকে দল থেকে বহিষ্কার করা হবে।” তবে এ দিন আদালতে অভিযুক্ত অসমী দাস নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, শাসকদল তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement