আরজি কর ঘটনার কোনও প্রভাবই নেই উপনির্বাচনে। অন্তত গণনার প্রথম পর্যায়ের আভাস তাই। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া— সব আসনেই বিরোধীদের বড় ব্যবধানে পিছনে ফেলেছে তৃণমূল। হাড়োয়ায় ৫০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। মাদারিহাট, একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েই বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। তিনি আলিপুরদুয়ার থেকে সাংসদ হতেই সেই আসনে উপনির্বাচন হয়। গণনায় প্রাথমিক পর্যায়ের ইঙ্গিত, মাদারিহাটে জিততে চলেছে তৃণমূল। নৈহাটিতে কোনও দাগই কাটতে পারল না বামেরা। অতিবামের সঙ্গে জোট করেও বদল হল না ফলাফলে। তৃণমূল এই আসনে এগিয়ে ৩০ হাজার ভোটে। সিতাই, তালড্যাংরা, মেদিনীপুরেও এগিয়ে তৃণমূল। বিজেপি দ্বিতীয়।