খাবার সংগ্রহের লাইনে কোভিড বিধি না মেনেই ভিড়। নিজস্ব চিত্র
লকডাউন কালে দুঃস্থদের খাওয়ানোর কর্মসূচি নিয়েছিল বোলপুর পুলিশ। আর সেই কর্মসূচিতেই কোভিড বিধি ভঙ্গের অভিযোগ উঠল। বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে বোলপুর পুলিশ কর্তৃপক্ষ। শুক্রবার থেকে খাবার বিলি করার বদলে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোলপুর বাসস্ট্যান্ড এলাকার চৌমাথা মোড়ে বৃহস্পতিবার বোলপুর পুলিশের তরফে বিলি করা হচ্ছিল খাবার। সেই লাইনে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তবে যাঁরা খাবার সংগ্রহে এসেছিলেন তাঁদের লাইনে গা ঘেঁসাঘেঁসি করেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। লাইনে যে শারীরিক দূরত্ব বজায় ছিল না তাও ধরা পড়েছে ছবিতে। খাবার সংগ্রহ করতে যাঁরা এসেছিলেন তাঁরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন। প্রসঙ্গত, বোলপুর পুলিশের ওই কর্মসূচির উদ্বোধন করেন বীরভূমের পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠী।
তবে শারীরিক দূরত্ব বজায় রা রাখতে পারার অভিযোগ উঠতেই খাবার বিলি করার কৌশল বদলেছে বোলপুর পুলিশ। বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক ( এসডিপিও) অভিষেক রায় বলেন, ‘‘আগামিদিনেও আমাদের এই কর্মকাণ্ড চলবে৷ তবে আমরা পর দিন থেকে গাড়ি করে মানুষের কাছে খাবার পৌছে দেব। আজ প্রথম দিনে অনেকে এসেছিলেন বলে এমন ঘটনা ঘটেছে।’’