বাসে-ওঠার-আগে-শ্রমিকেরা।-পুরুলিয়া-বাসস্ট্যান্ডে।-নিজস্ব-চিত্র
‘লকডাউন’-এ পুরুলিয়ায় আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও কর্মসূত্রে আটকে পড়া শতাধিক মানুষজনকে শনিবার বাড়ি ফেরানোর ব্যবস্থা করল পুরুলিয়া জেলা প্রশাসন। এ দিন সকালে তিনটি বাসে পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪-পরগনায় পাঠানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন। পুরুলিয়ার উপপুরপ্রধান বৈদ্যনাথ মণ্ডল বলেন, ‘‘তাঁদের কেউ পরিযায়ী শ্রমিক, কেউ অসংগঠিত ক্ষেত্রের কর্মী। ‘লকডাউন’-এ এই জেলায় আটকে পড়েছিলেন। তাঁরা বাড়ি ফিরতে চেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা হোম কোয়রান্টিনে ছিলেন। কোনও সমস্যা না থাকায় পুরুলিয়া গ্রিন জ়োন বলে এখান থেকে তাঁদের বাড়ি পাঠানো হচ্ছে।’’ এ দিন সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে তিনটি বাস তাঁদের নিয়ে পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় রওনা দেয়। রওনা দেওয়ার আগে পুরসভার তরফে বাস স্যানিটাইজ়ড করা হয়। শরীরিক পরীক্ষার পরে শ্রমিকদের বাসে তোলা হয়। পুরসভার তরফে তাঁদের হাতে খাবারের প্যাকেট দেওয়া হয়।