Coronavirus

পরিযায়ী শ্রমিকেরা আবার বাড়ির পথে

এ দিন সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে তিনটি বাস তাঁদের নিয়ে পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় রওনা দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২০ ০০:৫৭
Share:

বাসে-ওঠার-আগে-শ্রমিকেরা।-পুরুলিয়া-বাসস্ট্যান্ডে।-নিজস্ব-চিত্র

‘লকডাউন’-এ পুরুলিয়ায় আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও কর্মসূত্রে আটকে পড়া শতাধিক মানুষজনকে শনিবার বাড়ি ফেরানোর ব্যবস্থা করল পুরুলিয়া জেলা প্রশাসন। এ দিন সকালে তিনটি বাসে পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪-পরগনায় পাঠানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন। পুরুলিয়ার উপপুরপ্রধান বৈদ্যনাথ মণ্ডল বলেন, ‘‘তাঁদের কেউ পরিযায়ী শ্রমিক, কেউ অসংগঠিত ক্ষেত্রের কর্মী। ‘লকডাউন’-এ এই জেলায় আটকে পড়েছিলেন। তাঁরা বাড়ি ফিরতে চেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা হোম কোয়রান্টিনে ছিলেন। কোনও সমস্যা না থাকায় পুরুলিয়া গ্রিন জ়োন বলে এখান থেকে তাঁদের বাড়ি পাঠানো হচ্ছে।’’ এ দিন সকালে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে তিনটি বাস তাঁদের নিয়ে পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় রওনা দেয়। রওনা দেওয়ার আগে পুরসভার তরফে বাস স্যানিটাইজ়ড করা হয়। শরীরিক পরীক্ষার পরে শ্রমিকদের বাসে তোলা হয়। পুরসভার তরফে তাঁদের হাতে খাবারের প্যাকেট দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement