Coronavirus

ভিডিয়ো কনফারেন্স-এ শুনানি জেলা বিচারকের

এখন থেকে প্রত্যেক বুধবারই ‘ভিডিয়ো কনফারেন্স’-এর মাধ্যমে জামিনের আবেদনের শুনানি হবে। 

Advertisement

রাজদীপ বন্দ্যোপাধ্যায় 

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০৩:১০
Share:

প্রতীকী ছবি

‘লকডাউন’-এর জেরে আদালতে কাজকর্ম প্রায় বন্ধ। বিভিন্ন মামলায় ধৃতেরা জামিনের আবেদন জানাতে পারছেন না।

Advertisement

সূত্রের খবর, সমস্যা মেটাতে এ বার ‘ভিডিয়ো কনফারেন্স’-এর মাধ্যমে জামিনের আবেদনের শুনানি হবে। শুনানি করবেন জেলা বিচারক।

জেলা আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই এই প্রক্রিয়া চালু করেছেন বাঁকুড়ার জেলা বিচারক অপূর্ব সিনহা রায়। বুধবার ‘ভিডিয়ো কনফারেন্স’-এর মাধ্যমে বিভিন্ন থানার মোট ১১টি মামলার জামিনের আবেদনের শুনানি করেন তিনি। এখন থেকে প্রত্যেক বুধবারই ‘ভিডিয়ো কনফারেন্স’-এর মাধ্যমে জামিনের আবেদনের শুনানি হবে।

Advertisement

করোনা-পরিস্থিতিতে গত এক মাস আদালতের কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিচারপ্রার্থীরা আদালতে জামিনের আবেদন জানাতে পারছিলেন না। এ বার জেলা আদালতে ‘ভিডিয়ো কনফারেন্স’-এর মাধ্যমে জামিনের আবেদনের শুনানি চালু হওয়ায় কিছুটা হলেও ওই সমস্যা মিটবে বলে আশাবাদী আইজীবীদের একাংশ।

কী ভাবে চলছে শুনানি?

আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে, একটি ‘অ্যাপ’-এর মাধ্যমে ‘নেটওয়ার্ক’-এ যুক্ত করা হচ্ছে বিচারক, সরকারি আইনজীবী ও অভিযুক্তপক্ষের আইনজীবীকে। তার পরে শুরু হচ্ছে শুনানি।

জেলার প্রবীণ এক আইনজীবী বলেন, “জামিনের আর্জি শোনার জন্য সব সময় অভিযুক্তকে হাজির হতে হয় না। তবে সংশোধনাগারে বন্দি কেউ শুনানিতে যোগ দিতে চাইলে জেল কর্তৃপক্ষের অনুমতিক্রমে সংশোধনাগারে ‘ভিডিয়ো কনফারেন্স’-এর পরিষেবা দেওয়া হয়।”

‘বাঁকুড়া জেলা অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক রূপক ভট্টাচার্য বলেন, “বহু আইনজীবীই ভিডিয়ো কনফারেন্স-এর প্রক্রিয়া সম্পর্কে অবগত নন। তাই সরকার এবং অভিযুক্ত—দুই পক্ষের আইনজীবীদের এজলাসে ডেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বিচারক শুনানি করলে, সকলের পক্ষে সুবিধা হত। জেলা বিচারকের কাছে আমরা বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement