ফাইল চিত্র
উদ্দেশ্য, এলাকায় করোনা সংক্রমণ আটকানো। তাই এলাকায় অবাঞ্ছিত লোকজনের যাতায়াত রুখতে বাঁশের বেড়া দিলেন দুবরাজপুর কাছারিপাড়ার বাসিন্দারা। শহরের ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। রবিবার বিকেলেই ওই বেড়া দেওয়া হয়।
বিভিন্ন জেলা তো বটেই, করোনা সংক্রমণ রুখতে বীরভূমেরও বিভিন্ন গ্রামে এমন পদ্ধতির আশ্রয় আগেও নিয়েছেন মানুষ। তবে পুর এলাকায় এমন ঘটনা এই প্রথম। এলাকা সূত্রে খবর, দুবরাজপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ও দুবরাজপুর আদালতের পিছনের দিকের পাড়ায় ঢোকার রাস্তায় বেড়া দেওয়ার উদ্যোগের পিছনে স্থানীয় ক্লাব টাউন সমিতির ভূমিকা রয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে পাড়ার বাসিন্দাদের সম্মতি নিয়ে সকলের স্বার্থেই এ কাজ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাড়ায় ২১০টি পরিবারের বাস। বাসিন্দারা চেষ্টা করছেন লকডাউন মানতে। কিন্তু পাড়ার মধ্যে দিয়ে রাস্তার জন্যই সেটা সম্ভব হচ্ছিল না। ক্লাব সম্পাদক অমর বাউড়ি, ও স্থানীয় বাসিন্দা তরুণ বাউড়িরা বলছেন, ‘‘লকডাউনের প্রায় তিন সপ্তাহ হতে চলল। কিন্তু করোনা সংক্রমণ রুখতে এই ব্যবস্থার প্রয়োজনীয়তা কী সেটা এখনও বোঝানো যায়নি অনেককে। মূল রাস্তা না হলেও পাড়ার মধ্যে দিয়ে যাওয়া কংক্রিটের রাস্তা দিয়ে সারাদিন ধরে বাইরের বহু মোটরবাইক, সাইকেল, কয়লা বোঝাই ট্রলি যাতায়াতে করছে। তাতেই জেরবার অবস্থা বাসিন্দাদের। সেটা রুখতেই এমন পদক্ষেপ।’’ কাউকে আঘাত দেওয়া এর উদ্দেশ্য নয় বলে জানাচ্ছেন বাসিন্দারা।
দুবরাজপুর শহরের প্রাক্তন পুরপ্রধান পীযূষ পাণ্ডে বলছেন, ‘‘লকডাউন সকলেরই মানা উচিত। লোকজন মানছেনও সেটা। যে পাড়ায় বাঁশের বেড়া দেওয়া হয়েছে সেটা মূল রাস্তা নয়। বাইরের লোকজন যাতায়াত বেশি হওয়ার কথা নয়। তবে যদি এমনটা হয়ে থাকে পাড়ার লোক যা বুঝেছেন করেছেন।’’