বার্তা: মাস্ক পরতে বলে বিজ্ঞপ্তি। নিজস্ব চিত্র
মাস্ক না পরে দোকানে গেলে এ বার থেকে রূপপুর এলাকায় বাসিন্দাদের আর জিনিসপত্র বিক্রি করা যাবে না। রূপপুর পঞ্চায়েতের তরফ থেকে শনিবার স্থানীয় ব্যবসায়ীদের এই নির্দেশ দেওয়া হল।
করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। কেউ মাস্ক না পরে বাড়ির বাইরে গেলে পুলিশকে পদক্ষেপ করতে বলা হয়েছে। এরপরেও সরকারি নির্দেশিকা অমান্য করে মাস্ক না পরেই বহু মানুষকে রাস্তায় বেরিয়ে জিনিসপত্র কেনাকাটা করতে দেখা যাচ্ছে বোলপুর শহরে। তাই রূপপুর পঞ্চায়েতের তরফ থেকে ওই এলাকায় ব্যবসায়ীদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চায়েতের তরফ থেকে ওই এলাকায় করোনা প্রতিরোধে প্রচার করা হচ্ছে নিয়মিত। মাস্ক পরার কথাও বলা হচ্ছে। পাশাপাশি ওই এলাকার ছোট, বড়, মাঝারি ব্যবসায়ীদের মাস্ক ছাড়া ক্রেতাদের কোনও জিনিস না দেওয়ার জন্য পঞ্চায়েতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রূপপুর পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার। তিনি বলেন, ‘‘মানুষকে সচেতন করতে গেলে এছাড়া কোনও উপায় নেই, তাই রূপপুর অঞ্চলের সমস্ত ব্যবসায়ীদের বলা হয়েছে মাস্ক ছাড়া কাউকে জিনিসপত্র বিক্রি করা যাবে না।’’
এই নির্দেশের পর থেকে ওই এলাকার মুদিখানার দোকান, মাংসের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান সব জায়গাতেই ব্যবসায়ীরা দোকানের সামনে পোস্টার লাগিয়ে দিয়েছেন। ওই পোস্টারগুলিতে উল্লেখ করা হয়েছে, ‘মাস্ক ছাড়া জিনিস বিক্রি নেই। আগে মাস্ক পরুন, তারপর জিনিস কিনুন।’ শ্রীনিকেতনের মিষ্টি ব্যবসায়ী বুদ্ধদেব ঘোষ বলেন, ‘‘পঞ্চায়েত ও প্রশাসনের তরফ থেকে মাস্ক না পরা মানুষদের জিনিস দিতে বারণ করা হয়েছে। তারপর থেকেই মাস্ক ছাড়া কাউকে জিনিস দিচ্ছি না আমরা।’’ একই কথা শ্রীনিকেতনের মাংস বিক্রেতা উদয় মণ্ডলের।
এ দিন যাঁরা মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হয়েছিলেন পুলিশ প্রশাসনের তরফ থেকে তাঁদেরকে কড়াভাবে সতর্ক করা হয়।