Visva Bharati University

শুক্রবার সমাবর্তন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, হাজির থাকতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

এ বার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও থাকতে পারেন ওই অনুষ্ঠানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪১
Share:

২৪ ফেব্রুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে সমাবর্তন অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

আগামী ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার এ কথা জানানো হয়েছে।

Advertisement

এ বার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও থাকতে পারেন ওই অনুষ্ঠানে।

প্রসঙ্গত, পড়ুয়াদের একাংশের ধারাবাহিক আন্দোলনের কারণে গত ডিসেম্বরে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছিল। গত ১১ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের রাজ্যপাল বোস এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু, হঠাৎই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, স্থগিত করা হচ্ছে ওই অনুষ্ঠান। ঘটনাচক্রে, তার এক পক্ষ কাল আগে থেতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে তাঁর পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement