ধ্রুব সাহার বিরুদ্ধে রামপুরহাট এলাকায় বিতর্কিত পোস্টার দেখা যায়। —নিজস্ব চিত্র।
বীরভূমের বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে বিতর্কিত পোস্টার। ওই জেলার রামপুরহাট এলাকায় কয়েকটি জায়গায় তাঁর বিরুদ্ধে পোস্টার লাগানো হয়। এমনকি বিজেপির লাগানো ফেস্টুনের উপর জেলা বিজেপি সভাপতিকে ‘চোর’ বলে লেখা হয়। সোমবার সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। তাই ওই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এর পিছনে তৃণমূলের চক্রান্ত দেখছে বিজেপি। আর তৃণমূলের দাবি, জেলায় ওদের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে।
বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে রামপুরহাট এলাকায় বিতর্কিত পোস্টার দেখা যায়। তাঁর বিরুদ্ধে তৃণমূলের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পোস্টারে বলা হয়, “পুরসভা ভোটে বীরভূমে তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দূর হটো।” এ ছাড়া বিজেপির নিজস্ব পোস্টারও বিকৃত করা হয়েছে। ওই নেতার ছবির কেটে ‘চোর’ বলে লিখে দেওয়া হয়। সোমবার ওই জেলায় গিয়েছেন শুভেন্দু। বিজেপির ‘ধর্মতলা চলো’ কর্মসূচির প্রচারে রয়েছেন তিনি। তার আগে বিজেপির ফেস্টুনে জেলা সভাপতির ছবির উপরে কালি দিয়ে ‘চোর’ লিখে দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে।
বিষয়টি নজরে আসতেই বিজেপির কর্মী-সমর্থকেরা ফেস্টুনগুলি খুলে দেন। গেরুয়া শিবিরের দাবি, জেলা সভাপতিকে বিপাকে ফেলার জন্যই তৃণমূল এই ধরনের চক্রান্ত করেছে। অন্য দিকে, ওই জেলার এক তৃণমূল নেতার কথায়, “বিজেপির ফেস্টুন বিকৃত করতে যাবে তৃণমূল এটা কেউ বিশ্বাস করে না। তৃণমূল লড়াই করতে জানে। তাই চক্রান্ত করার প্রয়োজনীয়তা নেই। এই জেলায় ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সবাই জানে। এটা তারই ফসল।”