গণ-শপথ কংগ্রেসে। নিজস্ব চিত্র।
পুরভোটের আগে, দলীয় প্রার্থীদের দিয়ে গণ-শপথ করাল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার ঝালদা শহরের বাসস্ট্যান্ড লাগোয়া, সর্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে কংগ্রেসের নির্বাচনী সভা ছিল। সেখানে দলীয় প্রার্থীদের পাশাপাশি, ছিলেন দলের প্রথম সারির নেতারা। সভার মাঝে দলের পুরুলিয়া সভাপতি তথা বাঘমুণ্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো মঞ্চে বারোটি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের মঞ্চে ডেকে নেন। পরে, তাঁর নির্দেশে তাঁরা আমজনতার উদ্দেশে শপথ নেন। বলেন, “আমরা জিতি বা হারি, দল ছেড়ে কোনও দিন কোত্থাও যাব না। সব সময়ে আপনাদের পাশে থেকে আপনাদের আগলে রাখব।”
গত নির্বাচনে বারোটি ওয়ার্ডের সাতটিতে জিতে ঝালদায় পুরবোর্ড গড়ে কংগ্রেস। পরে, এক জন ছাড়া দলের বাকি সদস্যেরা অন্য দলে ভিড়েন। এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দল বদলের সে ঘটনা ভাল ভাবে
নেননি সাধারণ মানুষ। তাই এ বারে নির্বাচনের আগেই দলীয় প্রার্থীদের প্রকাশ্য মঞ্চ থেকে গণ-শপথের সিদ্ধান্ত নেয় কংগ্রেস।
জেলা কংগ্রেস সভাপতির অভিযোগ, “সাত বছর ঝালদা পুরসভায় ক্ষমতায় থেকে কার্যত কিছুই করেনি তৃণমূল। এখন ভোট এসেছে বলে ফের মানুষকে ভুল বোঝাতে রাস্তায় নেমেছে।” কংগ্রেস পুরবোর্ড গঠন করলে নির্বাচিত কাউন্সিলরদের তরফে মানুষ ঘরে বসে পরিষেবা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।
তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার প্রতিক্রিয়া, “নিছক রাজনীতি করতেই কংগ্রেস এ সব কথা বলছে। রাজ্য সরকারের উন্নয়নের সুফল এখন প্রায় সকলের ঘরেই পৌঁছচ্ছে। ভোটবাক্সেও তা প্রতিফলিত হবে।”