সোমবার হুড়ার আমলাতোড়ায় মোরগ লড়াই। —প্রদীপ মাহাতো
জেলায় খরা হওয়ায় মুখ্যমন্ত্রী বলেছেন দু’ টাকা কেজি দরে চাল দেবেন। কিন্তু বিনামূল্যেই মিলতে পারে বস্তা ভর্তি চাল। তার জন্য দরকার শুধু একটি লড়াকু মোরগ। এই অভিনব পুরস্কারের কথা ঘোষণা করেছিল আমলাতোড়ার আঞ্চলিক মোরগ লড়াই কমিটি। আয়োজক সংস্থার দাবি, জেলায় খরা হওয়ায় চাল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ছিল সেই লড়াইয়ের দিন। ময়দানে নেমেছিল গ্রামের কয়েকটি অপ্রতিরোধ্য মোরগ। তাদের মালিকেরা জানিয়েছিলেন, ওই মোরগদের হারাতে পারলে এক বস্তা চাল পাবেন বিজেতা মোরগের মালিক। সঙ্গে হেরে যাওয়া মোরগটিও ফাউ দিয়ে দেওয়া হবে। চ্যালেঞ্জ নিয়ে লড়াইয়ে নামে আশপাশের গ্রাম থেকে আসা ৫১টি মোরগ। যদিও তাদের মধ্যে ৪৯ জনই গোহারা হয়ে ফিরে গিয়েছে। বিজয়ী দু’টি মোরগের মালিক বিশ্বনাথ হাঁসদা এবং সঞ্জয় মান্ডির হাতে প্রতিশ্রুতি মতো চালের বস্তা তুলে দেওয়া হয়। তবে, ফেরার পথে কেউ কেউ সরল বিস্ময়ে তাঁদের জিজ্ঞাসা করেছিলেন, ‘‘দাদা, এক বস্তা চাল আর একটা মাত্র মোরগ! কম পড়বে না?’’