অনুব্রতের কল লিস্ট ধরে ধরে তৃণমূল নেতাদের তলব করছে সিবিআই। প্রতীকী চিত্র।
রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় আবারও ডাকা হল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তথা বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি আবদুল মান্নানকে। সোমবার দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে যান আবদুল। পাশাপাশি, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
হাই কোর্টের নির্দেশে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে নেমে তৃণমূলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বার বার তলব করা হয়েছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতকে। একাধিক বার হাজিরা এড়িয়ে শেষমেশ হাজিরা দিয়েছেন অনুব্রত। এমনকি, এই মামলায় রবিবারই অনুব্রতের ৪ দেহরক্ষীকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
এর পর, সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় বীরভূমের ময়ূরেশ্বরের বিধায়ককে। সকালে প্রায় ৪০ মিনিট জেরা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিবিআই ক্যাম্প থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচনের ফলাফলের দিন তিনি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলাম। তাই আমাকে ডাকা হয়েছে।’’ সিবিআই সূত্রে খবর, সে দিন যাঁরা যাঁরা অনুব্রতকে ফোন করেছিলেন, তাদের নামের তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।
অনুব্রত-ঘনিষ্ঠ লাভপুরের তৃণমূল নেতা আব্দুল মান্নানকেও ডেকেছে সিবিআই। তিনিও পৌঁছেছেন দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে।