হড়পা বানে ভেসে গিয়েছে সেতু। নিজস্ব চিত্র।
হড়পা বানে সেতুতে ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুইসার একাধিক গ্রামে। তিন দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে আচমকা হড়পা বানে ভাসিয়ে নিয়ে চলে যায় সেতুর সংযোগকারী রাস্তা। সেতুর ওপরেও জল বইতে শুরু করে। ঘটনার পরই পুলিশ ওই রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেয়। সেতু ভেসে যাওয়ার ফলে বিপাকে পড়েছেন বাগমুণ্ডি ব্লকের সাল ডাবরা,গাগি, রাঙামাটি-সহ প্রায় ছয়-সাতটি গ্রামের মানুষ।
গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় এই নদীতে জল বেড়ে যায়। তাই উঁচু এবং কংক্রিটের সেতুর দাবি করা হয়েছিল। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি। গ্রামের বাসিন্দা ব্যাসদেব গোপ বলেন, “এক মাস আগেই এই সেতু নির্মাণ হয়। অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। তা ছাড়া সেতুর শেষে রাস্তায় গার্ডওয়ালও তৈরি করা হয়নি। ফলে সেতু থাকা সত্ত্বেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।” কয়েক দিন আগেই এই তুন্তুরী-সুইসা অঞ্চলের গারা নদীর সেতুতে একই ভাবে ধস নেমে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। যে রাস্তা আজও যাতায়াত যোগ্য হয়নি। যার ফলে সুইসা ফাঁড়ি, ব্যাঙ্ক, বাজার যেতে এই এলাকার গাগি, বাঁধ ডি ,রাঙামাটি-সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ বিকল্প পথ হিসেবে এই সাল ডাবরা সেতু পেরিয়ে যাতায়াত করতেন।