Murder

Purulia: স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে খুন পরিচারিকা, জখম স্ত্রী, পুরুলিয়ায় আটক দুই কাঠের মিস্ত্রি

পুলিশ সূত্রে খবর, মৃত পরিচারিকার নাম পার্বতী বাদ্যকর (৫২)। তাঁর বাড়ি পুরুলিয়ার পোকাবাঁধ এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২২:৪৫
Share:

ফাইল চিত্র।

বন্ধ ঘরে চাদ়র দিয়ে প্যাঁচানো অবস্থায় পড়ে দেহ। আঘাত মাথার পিছনে। স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে পরিচারিকার দেহ উদ্ধার ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার দর্জিপাড়ায়। ওই বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকেও। গুরুতর জখম অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত পরিচারিকার নাম পার্বতী বাদ্যকর (৫২)। তাঁর বাড়ি পুরুলিয়ার পোকাবাঁধ এলাকায়। পড়শিদের দাবি, পার্বতীকে খুন করা হয়েছে। মৃতার ভাইপো শিবা বাদ্যকরও বলেন, ‘‘আমার কাকি ব্যবসায়ীর বাড়িতে নিয়মিত কাজে যেতেন। ওই বাড়িতে মৃত অবস্থায় কাকির দেহ উদ্ধার হয়েছে। বিকেল ৫টা নাগাদ প্রতিবেশীদের থেকে জানতে পেরেই ওই বাড়িতে ছুটে যাই। আমার কাকিকে কে মারল বুঝতে পারছি না।’’ হাসপাতাল সূত্রে খবর, স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের স্ত্রী নন্দিতা কর্মকারের অবস্থাও আশঙ্কাজনক।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন, রবিবার দুই কাঠের মিস্ত্রি স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে কাজ করছিলেন। খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ সূত্রে খবর, ওই দুই মিস্ত্রিকে তাঁদের সাধুডাঙার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, ‘‘নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দু’জনকে আটক করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement