শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র।
মোহনপুরের মাঠ থেকে মঙ্গলবার রাতে এক লজ মালিকের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামাপ্রসাদ শাস্ত্রী (৫২)। তাঁর বাড়ি বোলপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায়। শহরের চিত্রা মোড়ের কাছে তাঁর লজ রয়েছে। তাঁক মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। দুর্ঘটনায় মৃত্যু, না অন্য কোনও কারণে, তা তদন্ত করে দেখছে বোলপুর থানার পুলিশ।
মঙ্গলবার বিকেলে কাজ আছে জানিয়ে নিজের মোটরবাইক নিয়ে লজ থেকে বেরিয়ে যান শ্যামাপ্রসাদবাবু। সন্ধ্যার পরেও তিনি বাড়ি না-ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। এর কিছু পরেই মোহনপুরের মাঠে ওই লজ মালিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে আগেই।
মৃতের পরিবারের দাবি, শ্যামাপ্রসাদবাবুকে খুন করা হয়েছে। যদি দুর্ঘটনাতেই মৃত্যু হত, তা হলে তাঁর মোটরবাইকের কিছুটা হলেও ক্ষতি হত। কিন্তু, তা হয়নি। তাঁর মেয়ে শর্মিলা চট্টোপাধ্যায়ের দাবি, পুলিশ তাঁদের জানিয়েছে, শ্যামাপ্রসাদবাবুর দেহের পাশেই তাঁর বাইক দাঁড় করানো অবস্থায় পাওয়া গিয়েছে। চাবিও লাগানো ছিল। শর্মিলা বলেন, “এই ভাবে কারও দুর্ঘটনায় মৃত্যু হতে পারে না। পরিকল্পনা করে আমার বাবাকে খুন করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তাঁকে মেরে ফেলা হল সেটাই বুঝতে পারছি না। আমরা চাই পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটন করুক।” বুধবার সকালে বোলপুর থানায় শর্মিলা খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শ্যামাপ্রসাদবাবুর মাথা-সহ একাধিক জায়গায় ক্ষতচিহ্ন আছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না-পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে বলা সম্ভব নয়।