আব্বাস হোসেন— নিজস্ব চিত্র।
প্রকাশ্যে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ৪ দিনের মাথাতেই আবার তৃণমূলে ফিরে এলেন রামপুরহাটের নেতা আব্বাস হোসেন।
রামপুরহাট পুরসভার প্রশাসক অশ্বিনী তিওয়ারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার কথা সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন বিদায়ী কাউন্সিলর আব্বাস। শহর তৃণমূলের কো-অর্ডিনেটর পদে ছিলেন তিনি। কিন্তু শনিবার তিনিই ফের আস্থা রাখলেন তৃণমূলে। দলীয় কার্যালয়ে রাজ্যের মন্ত্রী তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে জানিয়ে দিলেন, পুরনো দলেই থাকবেন তিনি।
সাংবাদিকদের সামনে মন্ত্রী আশিস অবশ্য বলেন, ‘‘আব্বাস হোসেন তো তৃণমূল ছড়ার কথা জানাননি। তিনি দলে ছিলেন, দলেই রয়েছেন। আর দলের মধ্যে যেটুকু মান-অভিমান হয়েছিল, তা ইতিমধ্যেই মিটে গিয়েছে। আমরা খুশি।’’ আশিস জানিয়েছেন, আব্বাস দলের কো-অর্ডিনেটর পদেই বহাল থাকবেন।
আরও পড়ুন: খেজুরি উত্তপ্ত, তৃণমূলের ৬ অফিস ভাঙচুর, ‘দখল’ নিল বিজেপি
তৃণমূল ছাড়ার ঘোষণার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে আব্বাস শনিবার বলেন, ‘‘আমি তৃণমূলেই রয়েছি। যেটুকু সমস্যা ছিল, আমাদের বিধায়ক তা সমাধান করে দিয়েছেন। কোনও সমস্যা হলে ওঁকে জানাতে বলেছেন। আমি দলের হয়েই কাজ করব। কোনও সমস্যা হলে বিধায়ককে জানাব।’’
আরও পড়ুন: অ্যামাজনের আইন ভাঙার জরিমানা মাত্র ২৫ হাজার, ক্ষুব্ধ বণিক সংগঠন
সূত্রের খবর, ১৫ বছরের কাউন্সিলর আব্বাস দল ছাড়ার কথা ঘোষণা করায় অস্বস্তিতে পড়েছিলেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। দ্রুত তাঁকে দলে ফেরানোর তৎপরতা শুরু হয়েছিল।