Bankura Fire

বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির, বাঁকুড়ায় কোনও ক্রমে প্রাণ বাঁচল মেয়ে ও তাঁর দুই সন্তানের

অগ্নিকাণ্ডে বাড়িতেই পুড়ে মৃত্যু হল বাঁকুড়ার এক দম্পতির। ঘটনায় গুরুতর জখমও হয়েছেন ওই পরিবারের তিন জন। শুক্রবার ভোরে বাঁকুড়ার লালবাজার মাঝিপাড়ায় ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৩:৪৮
Share:

অগ্নিকাণ্ডে ভেঙে পড়েছে বাড়ির একাংশ। —নিজস্ব চিত্র।

অগ্নিকাণ্ডে বাড়িতেই পুড়ে মৃত্যু হল বাঁকুড়ার এক দম্পতির। ঘটনায় গুরুতর জখমও হয়েছেন ওই পরিবারের তিন জন। শুক্রবার ভোরে বাঁকুড়ার লালবাজার মাঝিপাড়ায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম নিতাই পাল ও মীনা পাল।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ভোরে আচমকাই জোরালো শব্দে গোটা এলাকা কেঁপে উঠেছিল। স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে দেখেন, নিতাইয়ের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। ভেঙে পড়েছে বাড়ির একাংশ। স্থানীয়রাই দমকল ও পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও বাঁকুড়া সদর থানার পুলিশ। তত ক্ষণে বাড়ির জানলা দিয়ে অর্ধদগ্ধ অবস্থায় বেরিয়ে আসেন নিতাইয়ের ছোট মেয়ে এবং দুই নাতনি। তিন জনকেই গুরুতর আহত অবস্থায় প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পরে ওই বাড়ি থেকে নিতাই ও মীনাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃত দম্পতির বড় মেয়ে টুম্পা পাল রক্ষিত বলেন, ‘‘আমি বাঁকুড়া শহরেই অন্য জায়গায় থাকি। আমার বোন ওর দুই মেয়েকে নিয়ে বাবা-মায়ের কাছে থাকত। ভোরে বাড়িতে আগুন লাগার খবর পাই। এসে শুনলাম বোন কোনও ক্রমে নিজের দুই মেয়েকে নিয়ে জানলা দিয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে, বাবা-মাকে বার করে আনতে পারেনি। ঘরেই পুড়ে মারা যান বাবা-মা। কী ভাবে আগুন লাগল, বুঝতে পারছি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement