মহম্মদবাজারে তৃণমূল প্রার্থীদের নিয়ে নির্বাচনী বৈঠক। ২৪ জুন ২০২৩। ছবি: পাপাই বাগদি।
পঞ্চায়েত নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি প্রতিটি বাড়ি থেকে এক জনের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে গ্রুপে তৈরি করে প্রতিনিয়ত যোগাযোগ রাখার নির্দেশ দিল তৃণমূলের জেলা নেতৃত্ব। শুক্রবার মহম্মদবাজারের নির্বাচনী বৈঠকে এমনই নির্দেশ দেওয়া হয়।
এ দিন বিকেল সাঁইথিয়া বিধানসভার মহম্মদবাজার ব্লকের ছ’টি পঞ্চায়েতের প্রার্থী ও কর্মীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, জেলার দুই সাধারণ সম্পাদক দেবাশিস সাহা ও সুনীল সরেন, বিধায়ক নিলাবতী সাহা ও ব্লক সভাপতি তাপস সিংহ প্রমুখ।
তৃণমূল সূত্রে খবর, প্রার্থীদের সঙ্গে পরিচয়ের পাশাপাশি, কী ভাবে প্রচার চালানো হবে তাও জানানো হয়। দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি প্রচার নিয়ে খোঁজখবর নেওয়া হয়। যেখানে এখনও প্রচার শুরু হয়নি সেখানে দ্রুত প্রচার শুরুর নির্দেশ দেওয়া হয়।
এ দিন বুথ সভাপতিদের নিজের এলাকায় হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রতিটি বাড়ি থেকে এক জনের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে যোগাযোগ রাখার কথাও বলা হয়। যাতে দ্রুত সমস্যার কথা জানা ও সমাধান করা যায়।
মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘‘ভোটের প্রচার করতে গিয়ে প্রত্যেক বাড়ি থেকে এক জনের হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে একটি গ্রুপে যুক্ত করে প্রতিনিয়ত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়াও হল।’’