Bolpur

অমিত শাহ আসার আগেই বোলপুরে উত্তেজনা, পোড়ানো হল ৩টি দোকান

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ,  অমিত শাহের সভার আগেই বিজেপি কর্মীদের ভয় দেখাতেই এই ঘটনা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১১:৩০
Share:

পুড়িয়ে দেওয়া হল ৩টি দোকান। নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বোলপুরে আসার আগেই অশান্তির আঁচ। বোলপুর থানার পাঁচশোয়া মোড়ে বিজেপি সমর্থকদের ৩টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। ৩টি দোকান লাগোয়া নয়। ফলে মনে করা হচ্ছে, পরিকল্পনা করেই দোকানগুলিতে শনিবার রাত্রে আগুন দেওয়া হয়েছে।

Advertisement

পাঁচশোয়া মোড়ে একটি সাইকেলের দোকান, একটি মুদিখানা এবং একটি মাংসের দোকানে আগুন দেওয়া হয়। রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকান ৩টি। দোকানগুলি একটির থেকে আর একটি বেশ কিছুটা দূরত্বে অবস্থিত।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, অমিত শাহের সভার আগেই বিজেপি কর্মীদের ভয় দেখাতেই এই ঘটনা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই।

Advertisement

দোকানে আগুন দেওয়ার ঘটনায় পাঁচশোয়া মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement