—প্রতীকী চিত্র।
ইসিএলের (ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড) অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনায় চার জনকে গ্রেফতার করল বাঁকুড়া পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডাকাতির পর গা-ঢাকা দিয়েছিল দুষ্কৃতী দলটি। সেই দলের চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকে বেশ কিছু অলঙ্কার, একাধিক মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়েছে।
গত ২৬ অক্টোবর গভীর রাতে বাঁকুড়ার মেজিয়া থানার শ্যামাপুর গ্রামে ইসিএলের অবসরপ্রাপ্ত এক কর্মীর বাড়িতে হানা দেয় ১০-১২ জনের একটি ডাকাত দল। অভিযোগ, পরিবারের লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই বাড়ি থেকে অলঙ্কার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। এর পর গত ২৭ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে ও বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে মেজিয়া থানার পুলিশ বৃহস্পতিবার একটি গোপন ডেরায় হানা দিয়ে চার জনকে গ্রেফতার করে।
বাঁকুড়া জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত চার জনের নাম বিশ্বাস রুইদাস, মনভোলা বাউরি, শুকু মুদিকড়া এবং জুলফিকার শেখ। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, ‘‘ধৃতদের শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া অন্যান্য সামগ্রী উদ্ধার এবং ওই ডাকাত দলের বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হবে।’’