Art

Art Work: পাউরুটি দিয়ে মূর্তি নির্মাণ, কলাকৌশল শেখানো হল কর্মশালায়

অব্যবহৃত জিনিস নষ্ট না করে তা নিয়ে নতুন কিছু তৈরি করা। রবিবার একটি কর্মশালায় তারই পাঠ দেওয়া হল শিশুদের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৭:৫৭
Share:
Advertisement

মাটির বদলে পাউরুটির ফেলে দেওয়া অংশ দিয়ে মূর্তি এবং খেলনা নির্মাণ। রবিবার শান্তিনিকেতনে এমনই অভিনব কর্মশালার আয়োজন করল একটি সংস্থা। সেই কর্মশালায় যোগ দিয়ে মূর্তি নির্মাণের কলাকৌশল শিখল বেশ কয়েক জন শিশু।
অব্যবহৃত জিনিস নষ্ট না করে তা নিয়ে নতুন কিছু তৈরি করা। রবিবার একটি কর্মশালায় তারই পাঠ দেওয়া হল শিশুদের। এমনই অভিনব কর্মশালার আয়োজন করেছিল একটি সংস্থা। শিশুদের সেই প্রশিক্ষণ দিয়েছেন সংস্থার কর্ণধার সুনন্দা সান্যাল এবং কলাভবনের প্রাক্তন অধ্যক্ষ ঝনকঝঙ্কার নার্জারি। খেলার ছলে মূর্তি নির্মাণের এই কর্মশালায় শিশুদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

সংস্থার কর্ণধার সুনন্দা বলেন, ‘‘আগামী জীবনে এই শিক্ষা অনেক কাজে লাগবে তাই উদ্যোগী হয়েছি আমরা। মাটি ব্যবহার না করে পাউরুটির বাতিল অংশের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে যে এমন একটা শিল্পকর্ম তৈরি করা যায় সেই শিক্ষা দেওয়া হল আজ।’’

Advertisement

তবে এমন এক অভিনব প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে খুশি শিশু ও তাদের অভিভাবকেরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement