বিকল্প পৌষমেলায় সতর্কতা
Poush Mela

Poush mela: ইভটিজিং রুখতে দল, ড্রোনে নজর

মেলায় আসা পর্যটক ও  মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখতে চায় না প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ০৭:৩৪
Share:

শান্তিনিকেতনে পৌষ উৎসবের জন্য আলপনা দেওয়া হচ্ছে। সোমবার। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী ।

ঐতিহ্য মেনে ৭ পৌষ থেকেই বোলপুরে শুরু হচ্ছে ‘বিকল্প’ পৌষমেলা শুরু হচ্ছে। চলবে পাঁচ দিন। সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে এই মেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে নানা পদক্ষেপ করছে জেলা পুলিশ-প্রশাসন। বিশেষ করে মেলায় আসা পর্যটক ও মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখতে চায় না প্রশাসন। সোমবার রাতেই মেলামাঠ পরিদর্শনে আসেন জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তার আগে এ দিন সকালে মাঠ ঘুরে যান অতিরিক্ত পুলিশ সুপার।

Advertisement

বিশ্বভারতী আয়োজিত এতিহ্যবাহী পৌষমেলা এ বছরও না-হওয়ায় বোলপুর-শান্তিনিকেতনের পর্যটন ব্যবসা মার খাওয়ার আশঙ্কা করছিলেন ব্যবসায়ীদের বড় অংশ। ছোটখাটো দোকানগুলিও দুশ্চিন্তায় ছিল। সে কথা মাথায় রেখেই বোলপুর ডাকবাংলো মাঠে গত বছরের মতো এ বারও ‘বিকল্প’ পৌষমেলা করছে বাংলা সংস্কৃতির মঞ্চ। তাদের সহযোগিতা করছে বোলপুর পুরসভা ও ব্যবসায়ী সমিতি। পৌষমেলার আদলে নাগরদোলা, বৈদ্যুতিক নানা সরঞ্জাম থেকে শুরু করে মাটির জিনিস, হস্তশিল্প সামগ্রী, নানা রকমের খাবার মিলিয়ে বোলপুর ডাকবাংলোর দু’টি মাঠ জুড়ে বসানো হচ্ছে স্টল।

মেলা করার মতো উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে কি না দেখতে সোমবার মেলার মাঠ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে, বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাস, শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিত-সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেলায় পর্যাপ্ত পানীয় জল, বিদ্যুৎ ও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করছে পুরসভা। মেলার নিরাপত্তা কথা মাথায় রেখে সিভিক ভলান্টিয়ার, পুরুষ ও মহিলা পুলিশকর্মী এবং অফিসার পর্যাপ্ত সংখ্যায় থাকবেন। মেলায় ইভটিজিং ও বিভিন্ন অপরাধমূলক ঘটনায় আটকাতে চারটি ‘অ্যান্টি ক্রাইম’ দল রাখা হচ্ছে। একই সঙ্গে মেলার মাঠে কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে।

Advertisement

মেলার কয়েকটা দিন যানজট এড়াতে ডাকবাংলো মাঠের চারপাশে নো-এন্ট্রি করা হচ্ছে ,মেলা চলাকালীন শহরের ভিতরে যাতে ভারী পণ্যবাহী গাড়ি ঢুকতে না-পারে, দেখা হবে তা-ও। টোটো চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু রুট বেঁধে দেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মানুষ যাতে সুষ্ঠু ভাবে মেলা উপভোগ করতে পারে, তার জন্য পুলিশের তরফে সব রকম ব্যবস্থা করা হচ্ছে। শান্তিনিকেতনের পৌষমেলায় যে ভাবে বাহিনী মোতায়েন থাকে, সেভাবে এখানেও তা থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement