ফাইল চিত্র।
জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি এবং সিএএ) নিয়ে রবিবারও সোচ্চার হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রামপুরহাট ১ ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের ডাকে রামপুরহাট হাইস্কুল ময়দানে অনুব্রত অনলাইনে আবেদনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শনিবার বিকেলেই নলহাটি ২ ব্লকের লোহাপুর কাটাগড়িয়ার সভায় এনআরসি’র জন্য নামের তালিকা করতে কেই এলে তাঁকে ‘ঢিলিয়ে’ দেওয়ার নিদান দিয়েছিলেন তিনি।
এ দিন আরও এক ধাপ এগিয়ে অনুব্রতের হুঁশিয়ারি, ‘‘অনলাইনে এনআরসি’র আবেদন করার ব্যবস্থা হলে সাইবার কাফে, কম্পিউটার ভেঙে যে এই কাজ করানোর চেষ্টা করবে তার মাথার চুল কামিয়ে দেবে মানুষ।’’
এ দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও একহাত নিয়েছেন এনআরসি প্রসঙ্গে। তাঁদের মাথামোটা ও অপদার্থ বলে কটাক্ষ করেন। এ দিনের সভায় রামপুরহাট ১ ব্লকের দখলবাটি অঞ্চল থেকে ৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছে বলে জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত।