Anubrata Mondal

Anubrata Mondal: এসপিকে বলেছি ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা চাই, মঙ্গলকোট নিয়ে হুঁশিয়ারি অনুব্রতর

বুধবার মঙ্গলকোটে অসীম দাসের বাড়ি যাবেন অনুব্রত মণ্ডল। খুনের রাজনীতি তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৮:২২
Share:

বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল হয়নি বলেই দাবি অনুব্রতর নিজস্ব চিত্র।

বীরভূমের মঙ্গলকোটে তৃণমূল কর্মী অসীম দাসকে খুনের ঘটনায় বিজেপি-কে দায়ী করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে অনুব্রতর হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তদের ধরতে না পারলে দল সিদ্ধান্ত নেবে। বুধবার মঙ্গলকোটে অসীমের বাড়ি যাবেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার বোলপুরে নিজের বাড়িতে বসে অনুব্রত বলেন, ‘‘ভোটের সময় নোংরা রাজনীতি করার জন্য ৫ জনকে পুলিশ ধরেছিল। ৪ দিন হয়েছে ওরা ছাড়া পেয়েছে। আর এসে তৃণমূল কর্মী অসীমকে খুন করেছে। পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। আমি জানিয়েছি, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরতে হবে। না হলে দল কিছু সিদ্ধান্ত নেবে।’’

অনুব্রত আরও বলেন, ‘‘মৃতদেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এখানে তৃণমূলের কোনও গোষ্ঠী কোন্দল হয়নি। বিজেপি খুনের রাজনীতি করছে। ওরা মুর্খের স্বর্গে বাস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২১৩টি সিট নিয়ে জয়লাভ করেছেন। এখানে ওদের কোনও সংগঠন নেই।’’

Advertisement

খুনের রাজনীতি তিনি বরদাস্ত করবেন না বলেও জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তিনি বলেন, ‘‘আমি খুনের রাজনীতি বিশ্বাস করি না। খুনের রাজনীতিকে প্রশ্রয়ও দেব না। এ ভাবে রাজনীতি হয় না। কেউ যদি খুনের রা়জনীতি করার চেষ্টা করে তাকে শাস্তি পেতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement