খাদ্য ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ নিজস্ব চিত্র।
স্কুল সার্ভিস কমিশন, বন দফতরের পরে এ বার কাঠগড়ায় খাদ্য দফতরে নিয়োগ প্রক্রিয়া। স্বচ্ছ নিয়োগের দাবিতে খাদ্য ভবনের সামনে অনির্দিষ্টকালীন বিক্ষোভে বসলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, স্বচ্ছভাবে নিয়ম মেনে নিয়োগ করতে হবে।
মঙ্গলবার সকাল থেকেই খাদ্য ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, খাদ্য দফতরে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে। মেধাতালিকা অনুযায়ী এই দফতরে মোট শূন্যপদ ছিল ৯৫৭। কিন্তু নিয়োগ করা হয়েছে মাত্র ১০০ জনকে। যে ১০০ জনের নিয়োগ হয়েছে, তাও নিয়ম মেনে হয়নি বলেই অভিযোগ তাঁদের। অবিলম্বে মেধাতালিকা মেনে স্বচ্ছভাবে নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
রাজ্যে একের পর এক দফতরে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলে নিয়োগ ঘিরে বছরের পর বছর ধরে অনিয়মের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থী থেকে শুরু করে বিরোধী দলগুলি। তার মধ্যেই এ বার খাদ্য দফতরে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল।