Food Department

Food Department Recruitment: মেধাতালিকা মেনে নিয়োগ হয়নি, অভিযোগ তুলে খাদ্য ভবনের সামনে অবস্থান ‘বিক্ষুব্ধ’দের

বিক্ষোভকারীদের দাবি, মেধাতালিকা অনুযায়ী খাদ্য দফতরে মোট শূন্যপদ ছিল ৯৫৭। কিন্তু নিয়োগ করা হয়েছে মাত্র ১০০ জনকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৭:৪৬
Share:

খাদ্য ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ নিজস্ব চিত্র।

স্কুল সার্ভিস কমিশন, বন দফতরের পরে এ বার কাঠগড়ায় খাদ্য দফতরে নিয়োগ প্রক্রিয়া। স্বচ্ছ নিয়োগের দাবিতে খাদ্য ভবনের সামনে অনির্দিষ্টকালীন বিক্ষোভে বসলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, স্বচ্ছভাবে নিয়ম মেনে নিয়োগ করতে হবে।

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই খাদ্য ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, খাদ্য দফতরে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে। মেধাতালিকা অনুযায়ী এই দফতরে মোট শূন্যপদ ছিল ৯৫৭। কিন্তু নিয়োগ করা হয়েছে মাত্র ১০০ জনকে। যে ১০০ জনের নিয়োগ হয়েছে, তাও নিয়ম মেনে হয়নি বলেই অভিযোগ তাঁদের। অবিলম্বে মেধাতালিকা মেনে স্বচ্ছভাবে নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

রাজ্যে একের পর এক দফতরে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলে নিয়োগ ঘিরে বছরের পর বছর ধরে অনিয়মের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থী থেকে শুরু করে বিরোধী দলগুলি। তার মধ্যেই এ বার খাদ্য দফতরে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement