TMC

বিজেপি, উপাচার্যকে আক্রমণ অনুব্রতর

রবিবার মহম্মদবাজারের কাঁইজুলি স্কুল মাঠে তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয় ব্লক ভিত্তিক কর্মিসভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ০৫:৪৩
Share:

চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কলকাতায় নেতাজির জন্মদিবসে সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

Advertisement

রবিবার মহম্মদবাজারের কাঁইজুলি স্কুল মাঠে তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয় ব্লক ভিত্তিক কর্মিসভার। সেখানে অনুব্রত বলেন, ‘‘শনিবার কিছু হয়েছিল কি না আমি জানি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে অপমান করার কোনও অধিকার নেই। মিটিংটা ছিল সরকারি। সেখানে জয় শ্রীরাম বলে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘জয় শ্রীরাম বলাটা অন্যায় নয়, কিন্তু ওই সরকারি মিটিংয়ে কেন বলবে?’’ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘তুমি বাংলার সংস্কৃতি জান না। কোনওদিন ইতিহাস পড়নি। এর জবাব মানুষই দেবে।’’
এ দিন কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দুই জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ ও মলয় মুখোপাধ্যায়, বি ব্লক সভাপতি তাপস সিংহ-সহ স্থানীয় নেতারা। অনুব্রত কর্মীদের বলেন,

‘‘আমরা ক্ষমতায় আসার আগে এলাকা থেকে জগদ্দল পাথর সিপিএমকে এলাকাছাড়া করে ক্ষমতায় এসেছিলাম। এ বার সেই মতোই মিথ্যাবাদী বিজেপিকে এলাকা থেকে সরাতে হবে। তবেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হতে পারবেন। আর আমি জানি আপনারা ভুল করবেন না। আপনারাই আমাদের নেত্রীকে আবার ওই চেয়ারে বসাবেন।’’ বিশ্বভারতীর উপাচার্যকেও এ দিন আক্রমণ করেন অনুব্রত। তিনি বলেন, ‘‘আপনারা নাম শুনে থাকবেন শান্তিনিকেতনের ভিসির। আসলে তিনি মস্ত বড় দালাল।’’ অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বকে ‘পরিযায়ী পাখি’র আখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে উপাচার্যকে আক্রমণ করেন অনুব্রত। তাঁর কথায়, ‘‘তোমাদের কোনও শিক্ষা নেই। তোমরা বিজেপি করছো। তাই এই ধরনের কথা বলছো। কিন্তু মানুষ এর জবাব দেবে।’’ এ দিনও জেলা সভাপতির বক্তব্য চলাকালীন কিছু কর্মী সভা থেকে উঠে যাওয়ায় মেজাজ হারান অনুব্রত। তিনি বলেন, ‘‘কুড়ি মিনিট বসে থাকার ক্ষমতা নেই তো আসেন কেন? আপনারা যুবক হয়েও যদি এইভাবে উঠে যান তাহলে সাধারণ মানুষ কী করবে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement