pranab mukherjee

প্রণবের দিদি প্রয়াত

প্রণববাবু সেখানে বিশ্রাম নেওয়ার পরে মিরিটি গ্রামে গিয়েছেন। দিদির বাড়িতেই রাত্রিবাস করেছেন। রাষ্ট্রপতি হওয়ার পরে দিদির বাড়ির সামনেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কীর্ণাহার শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৩
Share:

অন্নপূর্ণা বন্দ্যোপাধ্য়ায়ের শেষযাত্রায় অভিজিৎ মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র।

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায় (৯১)। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকালে কীর্ণাহার লাগোয়া পরোটা গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। অন্নপূর্ণাদেবী এবং তাঁর বাড়ি বহুল পরিচিত। প্রণববাবু দিল্লিবাসী হওয়ার পর থেকে পারিবারিক পুজো বা অন্য কোনও কারণে যখনই মিরিটি গ্রামের বাড়িতে এসেছেন, তখন তাঁর কনভয় পরোটা গ্রামে দিদির বাড়িতে এসে থেমেছে। প্রণববাবু সেখানে বিশ্রাম নেওয়ার পরে মিরিটি গ্রামে গিয়েছেন। দিদির বাড়িতেই রাত্রিবাস করেছেন। রাষ্ট্রপতি হওয়ার পরে দিদির বাড়ির সামনেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।

Advertisement

জানুয়ারী মাসেই অসুস্থ দিদিকে দেখে গিয়েছিলেন প্রণববাবু। অন্নপূর্ণাদেবীর মৃত্যু সংবাদ শুনে পরোটা গ্রামে এসে পৌঁছন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। আসেন জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী, নানুরের সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান, তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, নানুর পঞ্চায়েত সমিতির সদস্য অখিলবন্ধু পাল, কীর্ণাহার ১ পঞ্চায়েতের প্রধান শিবরাম চট্টোপাধ্যায় প্রমুখ।

প্রণববাবুর পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ চট্টরাজ বলেন, ‘‘প্রণববাবুর কাছে দিদি ছিলেন অভিভাবিকা। বহু রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী ছিলেন তিনি।’’ অন্নপূর্ণাদেবীর ছোট ছেলে অতনু বন্দ্যোপাধ্যায় জানান, কাটোয়া শ্মশানে মায়ের দেহ সৎকার করা হবে। অভিজিৎবাবু বলছেন, ‘‘বাবা খুব শোকাহত হয়ে পড়েছেন। নিজের শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement