বাঁকুড়ার জঙ্গলে চিকিৎসা হল দাঁতাল হাতির। — নিজস্ব চিত্র।
খুঁড়িয়ে হাঁটছে বুনো দাঁতাল হাতি। তা নজরে আসার পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে তার পায়ের ক্ষতর চিকিৎসা করল বন দফতর। সোমবার দুপুরে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের সামন্তমারার জঙ্গলে হাতিটির পায়ের চিকিৎসা করেন পশু চিকিৎসকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দাঁতালটির পিছনের ডান দিকের পায়ে হয়েছিল গভীর ক্ষত। তা থেকে ছড়িয়ে পড়ে সংক্রমণও। এর পরই ঘুমপাড়ানি গুলি ছুড়ে তার চিকিৎসার সিদ্ধান্ত নেয় বন দফতর।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বেলিয়াতোড় রেঞ্জের সামন্তমারার জঙ্গলে দেখা যায় একটি দাঁতাল হাতি হাঁটছে খুঁড়িয়ে। বনকর্মীরা দেখতে পান হাতিটির পিছনের ডান পায়ের নীচের দিকে গভীর ক্ষত রয়েছে। সেই ক্ষতে সংক্রমণ ঘটায় ব্যথায় কাতর হয়ে পড়েছিল দাঁতালটি। মাঝে মাঝে সেটা ঝিমিয়েও পড়ছিল বলে বন দফতর সূত্রে খবর। এর পর, সোমবার বাঁকুড়া জেলার পশু চিকিৎসা আধিকারিক সঞ্জয় শিটের নেতৃত্বে দুই চিকিৎসক জঙ্গলে যান। সেখানে বন দফতরের উদ্যোগে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। এর পর শুরু হয় হাতির চিকিৎসা। ঘণ্টাখানেক ধরে পায়ের ক্ষত ড্রেসিং করা হয়। পাশাপাশি, হাতিটিকে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক এবং ব্যথা উপশমের ইঞ্জেকশনও।
বাঁকুড়ার পশু চিকিৎসক আধিকারিকের কথায়, ‘‘ক্ষতটি কী ভাবে হয়েছে তা জানা যায়নি। তবে ক্ষতটি পুরনো। সংক্রমণ হয়ে যাওয়ায় সেখানে পুঁজ জমছিল। তা বার করে ওষুধ দেওয়া হয়েছে । আশা করা যায় হাতিটি দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।’’
বন দফতরের কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুলানডাইভেল জানিয়েছেন, আগামী ২-৩ দিন হাতিটির উপর নজরদারি চালানো হবে। হাতিটিকে যাতে কেউ বিরক্ত না করে সে ব্যাপারেও কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি।