প্রতীকী ছবি।
অসুস্থ সদ্যোজাতের পরিজনেদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালে। এই সংক্রান্ত একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে, শোরগোল পড়ে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল বলেন, “যিনি এ কাজ করেছেন, তিনি আমাদের কর্মী নন। একটি সংস্থার অধীনে নিযুক্ত কর্মবন্ধু। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়েছি। উপযুক্ত ব্যবস্থা না নিলে স্বাস্থ্য দফতরে জানাতে বাধ্য হব।’’
বিষ্ণুপুর হাসপাতাল সূত্রের দাবি, ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ সদ্যোজাতদের ইউনিটের (এসএনসিইউ)। কয়েকবছর আগে ওই ইউনিটে শিশুদের দেখাশোনার জন্য একটি সংস্থার মাধ্যমে আট জন কর্মবন্ধু নিয়োগ করা হয়। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই কর্মবন্ধু ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন। সুপারের দাবি, শুক্রবার ওই ব্যক্তি তাঁর কাছে ক্ষমাও চেয়ে গিয়েছেন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, অসুস্থ শিশুকে ছুড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে পরিজনেদের। এসএনসিইউ-তে ভর্তি থাকা কয়েকটি শিশুর পরিজনেরা বলেন, ‘‘হাসপাতালে এসে অনেক সমস্যা গ্রাহ্য করি না। তবে অসুস্থ বাচ্চাকে ছুড়ে ফেলে দেওয়ার হুমকি যদি হাসপাতালেরই কর্মী দেন, তা হলে কোন ভরসায় এখানে রাখব?’’
যে সংস্থার অধীনে ওই কর্মবন্ধুরা কাজ করেন, সেটির ইনচার্জ শিবশঙ্কর চৌধুরী বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত ভাবে জানালেই অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না।’’
অভিযুক্ত এ দিন বলেন, ‘‘দিনরাত বাচ্চাদের বাড়ির লোকজন ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছি। জানি ও রকম ভাষা ব্যবহার করা ঠিক হয়নি।”