কুড়মিদের হুঁশিয়ারি

কুড়মিদের আদিবাসী জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশায় ৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্ট কালের রেল অবরোধের ডাক দিল পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:১০
Share:

কুড়মিদের আদিবাসী জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশায় ৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্ট কালের রেল অবরোধের ডাক দিল পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ। ২৪ ও ২৫ সেপ্টেম্বর পুরুলিয়ার কোটশিলায় আয়োজিত সংগঠনের দু’দিন ব্যাপী প্রতিনিধি মূলক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পুরুলিয়া মফঃস্বল থানা এলাকার ডুড়কুতে তিন দিন ব্যাপী সম্মেলন ও প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে এই সংগঠন। সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো জানান, গত বছরের সম্মেলনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, তার বর্তমান অবস্থা খতিয়ে দেখতেই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে কুড়মি বিকাশ মোর্চা, ঝাড়খণ্ড কুড়মি সংঘর্ষ মোর্চা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। অজিতবাবুর হুঁশিয়ারি, ‘‘দাবি আদায়ের লক্ষ্যে এ বার আমরা প্রকাশ্যে আন্দোলনে নামছি। তবে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement