অবাধে জল চুরি, ক্ষোভ

কিছু লোক পাইপ ফুটো করে মাঝপথেই জল চুরি করে নিচ্ছে বলে অভিযোগ তুলে সিউড়ির জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে বিক্ষোভ দেখালেন মহিলারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০২:১৫
Share:

বিক্ষোভের মুখে পড়ে সংবাদমাধ্যমকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শেখ জসিমউদ্দিন। বুধবারের নিজস্ব চিত্র।

মাঝপথেই চুরি যাচ্ছে জল!

Advertisement

কিছু লোক পাইপ ফুটো করে মাঝপথেই জল চুরি করে নিচ্ছে বলে অভিযোগ তুলে সিউড়ির জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে বিক্ষোভ দেখালেন মহিলারা। তাঁদের বক্তব্য, ওই সংযোগ চুরি বই অন্য কিছু নয়। প্রশাসন ব্যবস্থা না নিলে জল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন বহু মানুষ।

বুধবার বিকাল তিনটে নাগাদ সিউড়ির পিএইচই দফতরে শুরু হয় বিক্ষোভ। নেতৃত্বে ছিলেন তিলপাড়া পঞ্চায়েত এলাকার অন্তত জনা পঞ্চাশেক মহিলা। মেরি বড়ুয়া, বাসন্তী মণ্ডল, বুলু দাস, স্বাগতা বন্দ্যোপাধ্যায়দের অভিযোগ, বছর কয়েক আগে চালু হওয়া জল প্রকল্প থেকে সিউড়ির কিছুটা অংশ ও গোটা তিলপাড়া পঞ্চায়েত এলাকার মানুষ সুবিধা পেতে পারেন। কিন্তু পিএইচই-র গা ছাড়া মনোভাবের কারণে মানুষ জল পাচ্ছেন না। কোথাও অনুমতি ছাড়াই পাইপ ফুটো করে বাড়িতে বাড়িতে কানেকশন করেছে কিছু লোক! কোথাও পাইপের ডায়ামিটার কম থাকার জন্য সমস্যা হচ্ছে বলে অভিযোগ।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, এর আগেও বহুবার অবৈধ সংযোগ বন্ধ করতে দফতরকে অনুরোধ করা হয়েছে। কিন্তু, কাজ হয়নি। তা থেকেই এ দিন বিক্ষোভের মুখে পড়েন দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শেখ জসিমউদ্দিন। সংবাদমাধ্যম সে ছবি তুলতে গেলে মেজাজ হারান তিনি। পিএইচই-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় বারুই গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত তাতেই ভরসা রাখছেন বিক্ষোভকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement