—ফািল চিত্র
বেপরোয়া বালির ট্রাক্টরের ধাক্কায় এক যুবকের মৃত্যুর অভিযোগ তুলে শুক্রবার পুরুলিয়ার ঝালদা ১ ব্লক ভূমি দফতরের সামনে রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপির নেতা-কর্মীরা।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জারগো থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ঝালদা থানার চাঁদামসিনা গ্রামের রাজীব মাহাতো (২৩)। ঝালদা-বাঘমুণ্ডি রাস্তায় ম্যাসা মোড়ের কাছে কোনও গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যালে পাঠিয়েছে পুলিশ। বালি-বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির। এলাকার বাসিন্দা তথা পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো বলেন, ‘‘রাতের অন্ধকারে বালি চুরির ব্যাপারে অনেক দিন ধরে প্রশাসনের কাছে দরবার করলেও কারও কোনও হেলদোল নেই।’’ তবে পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় কোনও গাড়ির ধাক্কাতেই দুর্ঘটনা হয়েছে। সেটির খোঁজ চলছে।
বালি ‘চুরি’ বন্ধ করার দাবিতে শুক্রবার দুপুর ১টা নাগাদ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে ঝালদা-বাঘমুণ্ডি রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। দফতরের আধিকারিকেরা দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দিলে দুপুর পৌনে ২টো নাগাদ অবরোধ উঠে যায়। ঝালদা ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পার্থ সন্ন্যাসী বলেন, ‘‘বেশ কিছু দাবি নিয়ে অবস্থান-বিক্ষোভ হয়েছিল। দাবিগুলি খতিয়ে দেখা হবে।’