বুধবার বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে বুধবার বাঁকুড়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে দলীয় একটি সভায় যোগ দেবেন তিনি। অভিষেকের ওই সভায় প্রায় এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুই সাংগঠনিক জেলা মিলিয়ে অভিষেকের সভায় আসবেন ৭০ হাজারেরও বেশি মানুষ। ওই সভা থেকে অভিষেক পঞ্চায়েত নির্বাচনের আগে বাঁকুড়ার দলীয় নেতৃত্ব এবং কর্মীদের কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে সকলে।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বাঁকুড়ায় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন অভিষেক। ওই নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদ-সহ সব ক’টি পঞ্চায়েত সমিতি এবং অধিকাংশ পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। পরবর্তী কালে বাঁকুড়ায় পর্যবেক্ষক বদল করে তৃণমূল। আবার পঞ্চায়েত নির্বাচনের মুখে এ রাজ্য। বুধবার রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ওই সভার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের আগে এই অভিষেকের এই সভা বাঁকুড়ায় তাদের শক্তি প্রদর্শনের মঞ্চও। আর সেই লক্ষ্যেই অভিষেকের সভায় বিপুল জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, ‘‘বুধবারের সভায় অন্তত ৭০ হাজার মানুষের ভিড় হবে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের সভায় নিয়ে আসার জন্য ৮০০টি বাসের ব্যবস্থা থাকছে। এ ছাড়াও অসংখ্য ছোট গাড়ি, লরি-সহ অন্যান্য গাড়িতে করে দলের নেতা-কর্মীরা সভায় আসবেন।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ও হেলিপ্যাড ঘুরে দেখছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অরুপ চক্রবর্তী। — নিজস্ব চিত্র।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে হেলিকপ্টারে চড়ে কলকাতা থেকে ওন্দায় আসবেন অভিষেক। ওন্দা স্টেডিয়ামের অদূরে ওন্দা বিডিও অফিস সংলগ্ন মাঠে কপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। সেখান থেকে সড়কপথে তিনি যাবেন সভাস্থলে। সূত্রের খবর, সভা সেরে অভিষেক আবার হেলিকপ্টারে চড়ে ফিরে যাবেন কলকাতায়। অভিষেকের এই রাজনৈতিক সফরকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকছে। সভায় আসা মানুষদের জন্য ওন্দা স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরে থাকছে ফ্যানের ব্যবস্থাও।