viral video of indigo

বিমানের ভিতরেই ‘চায়ে পে চর্চা’! কয়েক হাজার ফুট উপরে ট্রেনের মতো চা বিলি, রইল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের আসন ছেড়ে উঠে দুই ব্যক্তি দুই সারির বসার আসনের মাঝের অংশে দাঁড়িয়ে রয়েছেন।এক জনের হাতে একটি লম্বা ফ্লাস্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:০২
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মাঝ আকাশে উড়ন্ত বিমানেই বসল চায়ের আসর। কাগজের কাপে ফ্লাস্ক থেকে চা ঢেলে দিচ্ছেন দুই ব্যক্তি। তা হাতে হাতে পৌঁছে যাচ্ছে অন্য যাত্রীদের কাছে। সেই ভাইরাল ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো পোস্ট হতেই শুরু হয়েছে বিতর্ক। ট্রেনের মতো বিমানেও এই ধরনের দৃশ্য দেখে থমকে গিয়েছেন অন্য সহযাত্রীরা। সম্প্রতি ইন্ডিগোর একটি বিমানে দেখা গিয়েছে এই অদ্ভুত দৃশ্য। সমাজমাধ্যম ইনস্টাগ্রামের পাতায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা দ্রুত নজর কেড়েছে সকলের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের আসন ছেড়ে উঠে দুই ব্যক্তি দুই সারির বসার আসনের মাঝের অংশে দাঁড়িয়ে রয়েছেন। এক জনের হাতে একটি লম্বা ফ্লাস্ক। তা থেকে চা ঢেলে তিনি প্রথমে এক মহিলা হাতে ধরিয়ে দেন। পরে তিনি অন্য এক ব্যক্তির হাত থেকে কাপ নিয়ে একে একে বাকি যাত্রীদের হাতে চায়ের কাপ ধরাতে থাকেন। ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে যত ক্ষণ চা থাকবে সকলকেই দেওয়া হবে। যিনি চা দিচ্ছিলেন তাঁকেও চা বিক্রেতার ঢঙে বলতে শোনা গিয়েছে, ‘‘গরম চা।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৪ লক্ষ বার দেখা হয়েছে। সেখানে নেট মাধ্যমে ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মজা করেছেন বিষয়টিকে নিয়ে। আবার কেউ কেউ এটি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। অনেকেই বিমানের নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিমানকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে অনেককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement