Truck Driver won Lottery

লটারিতে কোটিপতি, ভয়ে আশ্রয় থানায়

মুরারই থানার আম্ভুয়া গ্রামের গফুর শেখ রবিবার বিকেলে নলহাটি পাথর শিল্পাঞ্চলে ট্রাক নিয়ে পাথর বোঝাই করতে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুরারই  শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ০৯:৩১
Share:

—প্রতীকী চিত্র।

লটারির টিকিট কিনে কয়েক ঘণ্টার মধ্যে কোটিপতি হয়ে গেলেন ট্রাকচালক। তার পরে আতঙ্কে আশ্রয় নিলেন থানায়! রবিবার মুরারইয়ের ঘটনা।

Advertisement

মুরারই থানার আম্ভুয়া গ্রামের গফুর শেখ রবিবার বিকেলে নলহাটি পাথর শিল্পাঞ্চলে ট্রাক নিয়ে পাথর বোঝাই করতে গিয়েছিলেন। রাস্তায় এক টিকিট বিক্রেতার থেকে ছশো টাকার টিকিট কেনেন তিনি। গফুর জানান, রাত ৮টা নাগাদ টিকিটের ফল দেখে ভয় পেয়ে যান তিনি। তাঁর দাবি, ট্রাক ছেড়েই বাড়ি ফিরে আসেন তিনি।

গফুর বলেন, ‘‘ভয়ে সারারাত ঘুমোতে পারিনি। দুপুর গড়াতেই আমার লটারি জেতার খবর চাউর হয়ে যায় এলাকায়। ভয়ে মুরারই থানায় আশ্রয় নিই। পরে বাড়ি গিয়েছি।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ট্রাকচালক গফুরের বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি গাড়ি চালাতে শুরু করেন। তিনি বলেন, ‘‘এক ছেলে ও মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করার ইচ্ছে ছিল। অভাবের জন্য গ্রামের স্কুলে ভর্তি করেছিলাম। এই টাকায় ছেলে ও মেয়েকে ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করব। টাকার অভাবে বাবা মায়ের চিকিৎসা করাতে পারছিলাম না। এই টাকায় বড় হাসপাতালে চিকিৎসা করাব ভেবেছি।’’

এর পরে ট্রাক চালানো ছেড়ে দেবেন বলে তিনি ঠিক করেছেন বলে দাবি গফুরের। তাঁর কথায়, ‘‘ছোট থেকেই অভাব দেখেছি। নিজের ব্যবসা করে সংসার চালাব বলে মনস্থির করেছি।’’ গফুরের বাবা ফড়িং শেখ বলেন, “ছেলের টিকিট জেতার খবর পেয়ে খুব আতঙ্কে রয়েছি। পুলিশের সাহায্য নেব বলে মনস্থির করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement