Bogtui

বগটুইয়ে গেল কেন্দ্রের তথ্য অনুসন্ধান দল, কথা গণহত্যায় নিহতদের পরিবারের সঙ্গেও

শনিবার প্রথমে বীরভূমের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে যান কেন্দ্রীয় কমিটির সদস্যেরা। সেই দলের নেতৃত্বে ছিলেন পটনা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২২
Share:

বগটুইয়ে কেন্দ্রীয় তথ্য অনুসন্ধান কমিটি। নিজস্ব চিত্র।

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে আবার এসেছে কেন্দ্রীয় অনুসন্ধান কমিটি। শনিবার সেই অনুসন্ধান কমিটির ৬ সদস্যের দল গেল বীরভূমের বগটুইয়ে। যে গ্রামে গত বছর গণহত্যার ঘটনা ঘটেছিল।

Advertisement

শনিবার প্রথমে বীরভূমের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে যান কেন্দ্রীয় কমিটির সদস্যেরা। সেই দলের নেতৃত্বে ছিলেন পটনা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি। সেখানে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখেন তাঁরা। তার পর সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় কমিটি যান রামপুরহাটের বগটুয়ে। বেলা ১টা নাগাদ বগটুইয়ে আসে তথ্য অনুসন্ধান কমিটি। গণহত্যায় নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ ও তাঁর আত্মীয়দের সঙ্গেও কথা বলেন কমিটির সদস্যেরা।

গত বছর ২১ মার্চ গণহত্যার অভিযোগ ওঠে বগটুইয়ে। রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ খুন হওয়ার পর বগটুইয়ের গ্রামে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তাতে সব মিলিয়ে মৃত্যু হয় দশ জনের। সেই সময়ে এ নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো‌পাধ্যায় বগটুই গিয়ে ক্ষতিপূরণ ও তদন্তের ঘোষণা করেন। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশ সিবিআই তদন্ত শুরু হয়। কমিটি সূত্রে খবর, বগটুইয়ে ঘটনায় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত যে সব অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখতেই এই তথ্য অনুসন্ধান কমিটি এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement