উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বীরভূমের পারুই থানার শিমুলিয়া। মঙ্গলবার এই গ্রামের একটি পুকুরের পাড় কাটার কাজ চলছিল। যন্ত্র দিয়ে পুকুর কাটার কাজ করার সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে প্রচুর বোমা। পুলিশ ওই বোমা উদ্ধার করেছে।
শিমুলিয়ায় একটি পুকুরের পাঁড় উঁচু করার কাজ চলছিল। মঙ্গলবার মাটি কাটার সময় হঠাৎ পুকুরপাড়ে পাওয়া যায় দুই ড্রাম বোমা। মাটি কাটার সময় যন্ত্রের আঘাতে বোমাগুলি ফেটে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
খবর পেয়ে তড়িঘড়ি পারুই থানার পুলিশকে খবর দেন স্থানীয়েরা। পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে। ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড না ডেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারা ওই বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।