corona

Corona Death: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পুরুলিয়ার এক স্বাস্থ্যকর্তার, ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ওই স্বাস্থ্যকর্তার নাম সত্যনারায়ণ চৌধুরী। তিনি পুরুলিয়া জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ২০:৩৭
Share:

প্রয়াত সত্যনারায়ণ চৌধুরী। —নিজস্ব চিত্র।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুরুলিয়া জেলার এক স্বাস্থ্যকর্তার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই স্বাস্থ্যকর্তা মারা যান একটি বেসরকারি হাসপাতালে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে ওই স্বাস্থ্যকর্তার নাম সত্যনারায়ণ চৌধুরী। তিনি পুরুলিয়া জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে কর্মরত ছিলেন। গত ১৭ ডিসেম্বর পুরুলিয়ায় থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। ১৮ ডিসেম্বর তিনি কলকাতায় নিজের বাড়িতে ফিরে যান। সেখানে পরীক্ষা করানোর পর জানা যায়, তিনি করোনা আক্রান্ত। প্রথম অবস্থায় বাড়িতে নিভৃতবাসে ছিলেন। কিন্তু অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

পুরুলিয়া জেলায় এই প্রথম করোনা আক্রান্ত কোনও স্বাস্থ্যকর্তার মৃত্যুর ঘটনা ঘটল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement