Covid 19

Covid restrictions in Bengal: ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কী কী বন্ধ, কতটা বন্ধ থাকছে, দেখে নিন এক নজরে

গত কয়েক দিন ধরেই রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বছরের প্রথম দিন রাজ্যে করোনা আক্রান্ত হন ৪,৫১২ জন। শুধু কলকাতায় ২,৩৯৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৫:৩৬
Share:

প্রতীকী চিত্র

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলায় গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বাতিল হয়েছে একাধিক সরকারি অনুষ্ঠান। পাশাপাশি, রবিবার নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি জানান, সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, তবে মোট যাত্রী আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

Advertisement

এক নজরে দেখে নিন, কী কী বন্ধ, কতটা বন্ধ:

গ্রাফিক— সনৎ সিংহ।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে রবিবার নবান্ন থেকে একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করেছেন মুখ্যসচিব। আসন্ন পুরভোট নিয়ে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement