Murder

মাঠের মাঝে পড়ে পোড়া দেহ, পাশে পড়ে রক্তমাখা ইটের টুকরো, রহস্য ঘনাল পুরুলিয়ায়

রবিবার সকালে মাঠের মাঝে এক জনের অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান রুদড়া এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্‌সল থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৫:০১
Share:

মাঠ থেকে উদ্ধার পোড়া দেহ। প্রতীকী চিত্র।

মাঠের মাঝে পড়ে এক অজ্ঞাতপরিচয়ের পোড়া মৃতদেহ। পাশে পড়ে রয়েছে রক্তমাখা ইট। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফস্‌সল থানার রুদড়া গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাাঠিয়েছে। ওই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

রবিবার সকালে শৌচকর্ম করতে গিয়ে মাঠের মাঝে এক জনের অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পান রুদড়া এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্‌সল থানার পুলিশ। ঘটনাস্থলে যান ডিএসপি (ডি অ্যান্ড টি) আশিস রায়। মহেশ্বর পাণ্ডে নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘আমরা সকালে ঘুম থেকে উঠে ঘটনার কথা জানতে পারি। এখানে এসে দেখি মৃতদেহের পাশে অনেকগুলি রক্তমাখা ইটের টুকরো পড়ে আছে। মাথা থেকে অনেক রক্তও বার হয়েছে। মনে হচ্ছে, মারার পর প্রমাণ লোপাটের জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।’’

পুলিস নিহতের পরিচয় জানার চেষ্টা করছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যে হেতু মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তাই পুলিশ এ ক্ষেত্রে খুনের মামলা রুজু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement