—নিজস্ব চিত্র।
বন্দুক দেখিয়ে পেট্রল পাম্পের কর্মীদের ভয় দেখানোর ঘটনায় গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার পাবড়া মোড় এলাকায়। অভিযোগ পেয়ে মেজিয়ার জেমুয়া এলাকা থেকে সাহেব রায় নামে ওই যুবককে গ্রেফতার করে শোলতোড়া থানার পুলিশ। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার উদ্ধার হয়েছে। শনিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বাইক চালিয়ে পাবড়া মোড় লাগোয়া পেট্রল পাম্পে গিয়ে একটি বোতলে পেট্রল চেয়েছিলেন সাহেব। পাম্পের কর্মী বোতলে পেট্রল দিতে অস্বীকার করায় সাহেবের সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, সেই সময়ই আচমকা একটি বন্দুক বার করে পেট্রল পাম্পের কর্মীদের হুমকি দিতে থাকেন সাহেব।
পাম্পের কর্মীরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে মেজিয়ার জেমুয়া এলাকা থেকে অভিযুক্তকে অস্ত্র-সহ পাকড়াও করে পুলিশ। সাহেবের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “অভিযুক্তকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।’’
এ বিষয়ে বিজেপির রাঢ় বঙ্গ জোনের আহ্বায়ক পার্থসারথী কুণ্ডু বলেন, “সাহেব রায় সংগঠনের পদাধিকারী ছিলেন না। তিনি হয়তো সাধারণ কর্মী হবেন। কেউ আইনের ঊর্ধ্বে নন। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।’’
তৃণমূলের বাঁকুড়া জেলা চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “বিজেপি-র এই ধরনের কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’