arrest

Arrest: ডাকাতির আগেই জালে তিন দুষ্কৃতী, ধৃতরা সকলেই বগটুইয়ের বাসিন্দা

৬০ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে তিন সশস্ত্র দুষ্কৃতী। গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালায় রামপুরহাট থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১২:১৬
Share:

রামপুরহাট থানায় ধৃতরা। — নিজস্ব চিত্র।

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার জয়রামপুর গ্রামে। ধৃত তিন জনই রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে তিন সশস্ত্র দুষ্কৃতী, গোপন সূত্রে এই খবর পেয়ে সোমবার গভীর রাতে অভিযান চালায় রামপুরহাট থানার পুলিশ। পুলিশের একটি টহলদারি ভ্যান রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের জয়রামপুর মোড় থেকে তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে। জেরায় জানা গিয়েছে, ধৃতদের নাম আনারুল শেখ, জাবেদ শেখ এবং হাসিরুদ্দিন শেখ।

ধৃতরা বগটুই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। তাদের কাছ থেকে ছুরি এবং লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement