রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এসইউসি-র বিক্ষোভ। কলকাতায়
রান্নার গ্যাসের দাম ফের ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে শহরে পথে নামল বিভিন্ন রাজনৈতিক দল। কালীঘাটে শনিবার মাটির উনুন জ্বেলে রান্নার কর্মশালা করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল তৃণমূল মহিলা কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায়ের বক্তব্য, ‘‘এটা মুনাফাখোর সরকারে পরিণত হয়েছে। মানুষের উপরে বোঝা চাপিয়ে ২০১৪ সাল থেকে ১৭ লক্ষ কোটি টাকা মুনাফা করেছে। এই সরকার যে সংস্কারের রাস্তা নিয়েছে, আমরা তার সংস্কার চাইছি।’’ একই সুরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘মোদী সরকার আসার পরে রান্নার গ্যাসের দাম আড়াই গুণ বেড়েছে। আচ্ছে দিন মানে কি এই? প্রত্যেকটা জিনিসের দাম কয়েক গুণ বেড়ে গেল?’’ বামেরা যেমন জ্বালানি ও গ্যাসের মূলবৃ্দ্ধির প্রতিবাদে কর্মসূচি নিয়েছে, তেমনই এসইউসি-র কলকাতা জেলা কমিটির ডাকে এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল হয় ধর্মতলা পর্যন্ত। মিছিল শেষে গ্যাস সিলিন্ডারের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ হয়। এসইউসি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নভেন্দু পালের দাবি, অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে সারা রাজ্য জুড়ে তীব্র আন্দোলন হবে।