প্রতীকী ছবি।
রাজ্যে বিদ্যুতের ‘অস্বাভাবিক’ মাসুল, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালুর চেষ্টা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিল ফরওয়ার্ড ব্লক। রাজ্যের সর্বত্র আগামী ১৫ থেকে ২১ অক্টোবর প্রতিবাদ সভা, মিছিল করে আম জনতার সই সংগ্রহ করবে তারা। তার পরে গণস্বাক্ষর সম্বলিত দাবিপত্র নিয়ে যাওয়া হবে বিদ্যুৎমন্ত্রীর কাছে। ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার দিল্লি, মুম্বই, কেরল-সহ অন্যান্য নানা শহর ও রাজ্যের বিদ্যুতের মাসুলের তুলনামূলক তথ্য পেশ করে অভিযোগ করেন, ‘‘বাংলায় বিদ্যুতের বাড়তি দামের জন্য সাধারণ গৃহস্থ থেকে গ্রামীণ শিল্পের ভোগান্তি হচ্ছে। কোটি কোটি টাকা মুনাফা লুটছে রাজ্য সরকার!’’