বাদল-হেনস্থার প্রতিবাদে মিছিল

বিজেপি সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং কাশ্মীরে বাংলার শ্রমিক হত্যার প্রতিবাদ জানাতে শুক্রবার ধর্মতলা থেকে এন্টালি মার্কেট পর্যন্ত মিছিল হয় কলকাতা জেলা সিপিএমের ডাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৯ ০৩:২৮
Share:

কলকাতা জেলা সিপিএমের ডাকে মিছিল। —নিজস্ব চিত্র।

ত্রিপুরার প্রাক্তন পূর্তমন্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরীকে সে রাজ্যের বিজেপি সরকারের পুলিশ যে ভাবে ‘হেনস্থা’ করছে, তার প্রতিবাদে কলকাতায় পথে নামল সিপিএম। গুরুতর অসুস্থ বাদলবাবুর জামিনের শুনানি হাইকোর্টে চলাকালীন তাঁকে হাসপাতাল থেকে বার করে হাজতে নিয়ে গিয়েছিল পুলিশ। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ক বাদলবাবুকে।

Advertisement

বিজেপি সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং কাশ্মীরে বাংলার শ্রমিক হত্যার প্রতিবাদ জানাতে শুক্রবার ধর্মতলা থেকে এন্টালি মার্কেট পর্যন্ত মিছিল হয় কলকাতা জেলা সিপিএমের ডাকে। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ দিনই টি-বোর্ডের কাছে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement