Farmers Protest

কৃষক প্রতিবাদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ০৪:০৮
Share:

প্রতীকী ছবি।

কৃষক আন্দোলনের নেতাদের নামে ‘কালা কানুন’-এ অভিযোগ দায়ের করা এবং দিল্লির সীমানা এলাকায় কৃষকদের অবস্থানের উপরে পুলিশি হামলার বিরোধিতায় ‘প্রতিবাদ দিবস’ পালন করা হল বাংলায়। কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির রাজ্য শাখার আহ্বানে প্রতিবাদ দিবসে রবিবার জেলায় জেলায় বিক্ষোভ-সভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়েছে। কোথাও কোথাও হয়েছে ট্রাক্টর মিছিল। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে সরকারি ভাবে ধান ও আলু কেনার দাবিও তোলা হয়েছে এ দিনের কর্মসূচি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement