ভবানী ভবনের কাছে বিক্ষোভ নাগরিকপঞ্জী-বিরোধী যুক্ত মঞ্চের।—নিজস্ব চিত্র।
শাসক দলের বাধায় এনপিআর-বিরোধী পদযাত্রায় পুলিশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে রাজ্য পুলিশের সদর দফতরের বাইরে বিক্ষোভ হল। ভবানী ভবনের অদূরে মঙ্গলবার বিক্ষোভ-জমায়েতের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে পদযাত্রায় অনুমতি না দেওয়ার কারণ লিখিত ভাবে জানানোর দাবি জানিয়েছে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ। প্রথমে ক্যানিং ও পরে ভাঙড়ে দু’দফায় শাসক দল ও পুলিশের বাধায় গ্রাম থেকে শহর পদযাত্রা শুরু করতে পারেনি যুক্ত মঞ্চ। এমন চলতে থাকলে এর পর থেকে পুলিশকে না জানিয়েই তাঁরা কর্মসূচি নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু। থানায় কোনও কর্মসূচি জানিয়ে চিঠি দিলে আইনত যে ‘রিসিভ্ড কপি’ পুলিশের দেওয়ার কথা, তা কেন মানা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। রাজ্য পুলিশের ডিআইজি (ও)-র সঙ্গে এ দিন দেখা করেন প্রসেনজিতেরা। বিধাননগরের জনগণনা ভবন অভিযানের জন্য কাল, বৃহস্পতিবার করুণাময়ী মোড়ে জমায়েতের ডাক দিয়েছেন তাঁরা। কিন্তু পুলিশ সেই জমায়েতের অনুমতি দিতেও নারাজ। ভবানী ভবনের পুলিশ-কর্তা আশ্বাস দিয়েছেন, তাঁরা বিষয়টি নিয়ে বিধাননগর কমিশনারেটের সঙ্গে কথা বলবেন। সুরাহা না হলে অনুমতি ছাড়াই সে দিন জমায়েত হবে বলে জানিয়েছেন প্রসেনজিতেরা।